শিরোনাম

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৬ (বাসস) : বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল তারকা নেইমার মঙ্গলবার সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী তিনি ২০২৬ সালের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নেইমার।
সেখানে নেইমার বলেন, “২০২৫ সালটি আমার জন্য ছিল বিশেষ এবং চ্যালেঞ্জিং। আনন্দের যেমন ছিল, তেমনি ছিল বাধা অতিক্রমের সময়। আপনাদের ভালোবাসা না পেলে এসবের মুখোমুখি হওয়া সম্ভব হতো না।
২০২৬ এসেছে, আর নিয়তির পথ ভিন্ন হতে পারে না। সান্তোসই আমার জায়গা। সান্তোসকে আমি নিজের ঘর মনে করি, এখানে নিজেকে নিরাপদ ও সুখী হিসেবে দেখি। আর আপনাদের সঙ্গেই আমি আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে চাই।”
৩৩ বছর বয়সী নেইমার গত বছরের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তেসে ফিরে আসেন। ব্রাজিলের সিরি-আ মৌসুমজুড়ে চোট ও রেলিগেশন লড়াইয়ের মধ্যেও শেষ দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলটিকে রেলিগেশন থেকে রক্ষা করতে সহায়তা করেন তিনি।
২২ ডিসেম্বর সান্তোস জানায়, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হাঁটুর চোটে ভোগা নেইমার বাম হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে তিনি আর ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি।
সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার লক্ষ্য এখনো জাতীয় দলে ফেরা এবং আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা। কোচ কার্লো আনচেলত্তি বারবার বলেছেন, পুরোপুরি ফিট থাকলে নেইমারকে দলে বিবেচনা করা হবে।
২০২৫ মৌসুমের শুরুতে সান্তোসে যোগ দেওয়ার পর নেইমার ৩৪ ম্যাচে ১১টি গোল করেন এবং মৌসুমের শেষ দিকে দলকে শীর্ষ লিগে টিকে থাকতে বড় অবদান রাখেন।
আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপ দিয়ে মৌসুম শুরু করবে সান্তোস। এরপর ২৮ জানুয়ারি চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি-আ লিগে তাদের অভিযান শুরু হবে।