শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে জয়ের ধারায় ফিরল সিলেট টাইটান্স।
আজ টুর্নামেন্টের ১৩তম ম্যাচে সিলেট ৬ উইকেটে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে। বল হাতে ৪ ওভারে মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন নাসুম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানের সূচনা করেন নোয়াখালী এক্সপ্রেসের দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও সৌম্য সরকার।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে সৌম্যকে শিকার করে জুটি ভাঙ্গেন নাসুম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নোয়াখালী। শেষ পর্যন্ত ১৪.২ ওভারে ৬১ রানে অলআউট হয় তারা। এবারের বিপিএলে এই প্রথম কোন দল ১শর নীচে গুটিয়ে গেল।
নোয়াখালীর হয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অংকে পা রাখেন। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। হাবিবুরের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রানে আসে।
৪ ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাসুম। ১৪৭ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেটের দেখা পেলেন তিনি। এবারের বিপিএলে এখন পর্যন্ত এটি সেরা বোলিং ফিগার।
বিপিএলের ইতিহাসে বাংলাদেশি বোলার হিসেবে স্পিনারদের মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন নাসুম।
জবাবে ৪ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি সিলেট টাইটান্সের। ওপেনার তৌফিক খানের ১৮ বলে ৩২ এবং জাকির হাসানের ২৪ রানের সুবাদে ৬৮ বল বাকী থাকতে সহজ জয় পায় সিলেট।
নোয়াখালীর জহির খান ৮ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন সিলেটের নাসুম।
এই জয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে সিলেট। ৪ ম্যাচ খলে এখনও জয়ের দেখা পায়নি নোয়াখালী।