শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : হাঁটুর ইনজুরির কারনে এ সপ্তাহে অনুষ্ঠিতব্য স্প্যানিশ সুপার কাপে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টের স্কোয়াডে স্প্যানিশ জায়ান্টরা দলের সর্বোচ্চ গোলদাতা ফরাশি এই তারকাকে রাখেনি।
গত সপ্তাহে এমবাপ্পের হাঁটুর সমস্যা দেখা দেয়। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের ঘনিষ্ট এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
জাবি আলোনসোর দল বৃহস্পতিবার সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে। আরেক সেমিফাইনালে বুধবার বার্সেলোনা মুখোমুখি হবে এ্যাথলেটিকো বিলবাওয়ের।
লা লিগায় এই মুহূর্তে চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।