শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরি আক্রান্ত হয়ে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রুবেন দিয়াজ। এতে পেপ গার্দিওলার দলের রক্ষনভাগের দু:শ্চিন্তা আরো বাড়লো।
ইতোমধ্যেই পায়ের ইনজুরির কারনে জাসকো গাভারডিওলকে হারিয়েছেন গার্দিওলা। এ সপ্তাহে শিন বোনে চিড় ধরায় গাভারডিওলের পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
রোববার গাভারডিওলের সাথে দিয়াজও চেলসির সাথে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে মাঠ ত্যাগে বাধ্য হন।
বুধবার ব্রাইটন ইত্তিহাদ স্টেডিয়াম সফরে আসবে। এই ম্যাচকে সামনে রেখে পর্তুগীজ তারকা দিয়াজের ছিটকে যাবার বিষয়টি নিশ্চিত করে সিটি জানিয়েছে আগামী কয়েক মাস তাকে আর পাওয়া যাচ্ছেনা।
আগস্টে একটি লিগ ম্যাচে মূল একাদশে খেলার পর থেকে জন স্টোনসও ফিটনেস সমস্যায় অনুপস্থিত আছেন।
গার্দিওলা বলেছেন, ‘আমাদের দলের যে স্পিরিট রয়েছে তাতে আমরা যেকোন পরিস্থিতিতে মানিয়ে নিতে আশাবাদী। এমন পরিস্থিতি মাঝে মাঝে সামনে আসতে পারে।
জাসকো ও রুবেন ভাল হয়ে দলে ফিরবেন, একইসাথে স্টোনসেরও ফেরার আশা করছি। এ বিষয়ে আমি সত্যিই আত্মবিশ্বাসী।’
ডিফেন্ডারের অভাবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্রিস্টাল প্যালেস থেকে সিটি হয়তোবা সেন্টার ব্যাক মার্ক গুয়েহিকে দলে টানতে পারে। গ্রীষ্মে গুয়েহি লিভারপুলের সাথে চুক্তির দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন। এ মৌসুমের শেষে প্যালেসের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
এছাড়াও সিটি বোর্নমাউথ থেকে এন্টোনিও সেমেনিওকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।
এ সম্পর্কে সিটি বস বলেন, ‘জানুয়ারিতে কিছু একটা হতে পারে যা সম্পূর্ণ ভিন্ন। আমরা গত মৌসুমের মত চার থেকে পাঁচজন খেলোয়াড়কে কিনবো না, এটা নিশ্চিত।’