বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

নতুন কোচ হিসেবে অনভিজ্ঞ রোজেনিয়রকে নিয়োগ দিল চেলসি

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : তুলনামূলক অপরিচিত লিয়াম রোজেনিয়রকে সাড়ে ছয় বছরের চুক্তিতে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি চেলসি মঙ্গলবার নিশ্চিত করেছে। তিনি এনজো মারেসকার স্থলাভিষিক্ত হচ্ছেন।

৪১ বছর বয়সী এই ইংলিশ কোচ আগের দিনই লিগ ওয়ানের ক্লাব স্ট্রাসবুর্গে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া বিষয়ে তিনি “মৌখিকভাবে সম্মত” হয়েছেন।

প্রিমিয়ার লিগ ক্লাবটি জানায়, রোজেনিয়র ২০৩২ সাল পর্যন্ত চুক্তিতে সই করেছেন।

চেলসির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে রোজেনিয়র বলেছেন, “চেলসি ফুটবল ক্লাবের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে পেরে আমি অত্যন্ত বিনীত ও সম্মানিত বোধ করছি। এটি এমন একটি ক্লাব, যার অনন্য চেতনা রয়েছে এবং ট্রফি জয়ের গর্বিত ইতিহাস আছে।

আমার কাজ হলো সেই পরিচয় রক্ষা করা এবং এমন একটি দল গড়ে তোলা, যারা প্রতিটি ম্যাচে এই মূল্যবোধের প্রতিফলন ঘটাবে, যাতে আমরা ট্রফি জয় অব্যাহত রাখতে পারি।”

রোজেনিয়রের কোচিং অভিজ্ঞতা মাত্র তিন বছরের, হাল সিটি ও ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গে। তিনি এর আগে কখনো প্রিমিয়ার লিগে কোচিং করাননি।

তবে গত সপ্তাহে ইতালিয়ান মারেসকা চেলসি ছাড়ার পর থেকেই রোজেনিয়রকে তার উত্তরসূরি হিসেবে এগিয়ে রাখা হচ্ছিল।

২০২২ সালে রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবটির মালিকানা নেওয়ার পর ব্লুকোর অধীনে রোজেনিয়র চেলসির চতুর্থ স্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেলেন।

রোজেনিয়র বলেন, ফরাসি ক্লাবটির প্রতি তার গভীর অনুভূতির কারণেই তিনি স্ট্রাসবুর্গে থেকেই খবরটি ঘোষণা করতে চেয়েছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, “সবকিছু চূড়ান্ত হয়েছে এবং সম্ভবত আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।

আমি এখানে এসেছি কারণ আমি এই ক্লাবটিকে গুরুত্ব দিই এবং সামনে এগিয়ে যাওয়াার আগে আজ সরাসরি এখানে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই সঠিক মনে করেছি।”

খেলোয়াড় ও পরে কোচ হিসেবে পরিচিত লিরয় রোজেনিয়রের ছেলে লিয়াম রোজেনিয়র পশ্চিম লন্ডনে  গণমাধ্যমের কড়া নজরদারির মুখোমুখি হবেন, তেমন অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি।

তিনি বলেন, “ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। এটা অস্বীকার করব না। সারা জীবনই আমি কোচ হওয়ার জন্য কাজ করেছি। এমন একটি বিশ্বমানের ফুটবল ক্লাব পরিচালনার সুযোগ পাওয়া সবসময়ই আমার স্বপ্ন ছিল। তবে এর সঙ্গে যা রেখে যাচ্ছি, তা নিয়ে এক ধরনের দুঃখও রয়েছে।”

রোজেনিয়র প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপে খেলেছেন। তার সাবেক ক্লাব ছিল ফুলহ্যাম, রিডিং ও হাল ।

তিনি ডার্বি কাউন্টিতে বিভিন্ন কোচিং দায়িত্ব পালন করেন এবং ২০২২/২৩ মৌসুমের শুরুতে ১২ ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সামলান।

পরবর্তীতে সেই বছরই তিনি চ্যাম্পিয়নশিপ ক্লাব হাল সিটির কোচ হন। ১৮ মাসের মাথায় ছাঁটাই হওয়ার পর ২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নেন এবং গত মৌসুমে দলটিকে লিগ ওয়ানে সপ্তম স্থানে নিয়ে যান।

ক্লাব কর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায়, ইউরোপা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জয়ের মাত্র কয়েক মাস পরই নববর্ষের দিনে হঠাৎ চেলসি ছেড়ে যান মারেসকা।

অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচে দায়িত্ব পালন করেন এবং বুধবার ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচেও তিনি দায়িত্বে থাকতে পারেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোজেনিয়রের কোচ হিসেবে প্রথম ম্যাচ হতে পারে শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে চ্যাম্পিয়নশিপ ক্লাব চার্লটনের বিপক্ষে।

বর্তমানে প্রিমিয়ার লিগে চেলসি পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষে থাকা আর্সেনালের থেকে তারা ১৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে এবং শেষ আটটি লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে।