বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১৯:৫৬

বিশ্বকাপের ‘প্লেয়ার্স টু ওয়াচ’ তালিকায় বাংলাদেশের রিজান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘প্লেয়ার্স টু ওয়াচ’ তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় আছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন।

আইসিসির বিশেষজ্ঞ প্যানেল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রত্যক দেশের কোন খেলোয়াড়ের উপর নজর থাকবে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। 

আসন্ন যুব বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে বড় ভূমিকা রাখতে পারেন রিজান। তাই বিশ্বকাপের রিজানের উপর নজর থাকবে বলে মনে করছে আইসিসি। 

আইসিসি জানিয়েছে, ‘পেস-বোলিং ছাড়াও ব্যাট হাতে দলের জন্য বড় ভূমিকা রাখার সামর্থ্য আছে রিজানের। ভবিষ্যতে বাংলাদেশের জার্সিতে ইংল্যান্ডের বেন স্টোকসের মত প্রভাব ফেলতে চান- এটাই তার স্বপ্ন। যদিও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেকে মেলে ধরতে পারেননি রিজান। তবে আফগানিস্তানের বিপক্ষে টানা দু’টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি। পাশাপাশি গ্রীষ্মকালীন সফরে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন রিজান।’

আইসিসি মনে করে, মিডল অর্ডারে ব্যাটিং বা প্রথম বোলিং পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য রিজানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।

আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ।

গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।