শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : পায়ের পেশির ইনজুরির কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত নিউজিল্যান্ড পেসার লুকি ফার্গুসন।
সংযুক্ত আরব আমিরাতে সদ্য শেষ হওয়া আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলেছেন ফার্গুসন। গেল মাসে এমআই এমিরেটসের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় পায়ের পেশির ইনজুরিতে পড়েন তিনি। এরপর আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে ছিটকে যান এই কিউই পেসার।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) মেডিকেল দলের তথ্য মতে, কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ফার্গুসনকে। ফলে আগামী মাসে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে ফার্গুসনকে দ্রুত সুস্থ করে তুলতে চেষ্টা করছে এনজেডসির মেডিকেল দল।
ইনজুরির কারণে চলমান বিগ ব্যাশ থেকেও সরে গিয়েছেন ফার্গুসন। সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলার কথা ছিল তার। এরপর ভারত সফরের জন্য নিউজিল্যান্ড জাতীয় দলে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল এই ডান-হাতি পেসারের।
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিউজিল্যান্ড।