বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:২২

বৃষ্টি বিঘ্নিত দিনে রুট-ব্রুকের লড়াই

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন বৃষ্টি কারণে খেলা হয়েছে ৪৫ ওভার। বৃষ্টি বিঘ্নিত দিনে প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৩ উইকেটে ২১১ রান করেছে ইংল্যান্ড। 

৫৭ রানে ৩ উইকেট পতনের পর ১৫৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন রুট ও ব্রুক। ৭৮ রানে ব্রুক 
এবং রুট ৭২ রানে অপরাজিত আছেন।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড। ৩৫ রানের সূচনা এনে দিয়ে বিচ্ছিন্ন হন ইংলিশ দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। 

৫টি চারে ২৪ বলে ২৭ রান করা ডাকেটকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন পেসার মিচেল স্টার্ক। 

দলের রান ৫০ পার করে সাজঘরে ফিরেন ক্রলি। আরেক পেসার মাইকেল নেসারের শিকার হবার আগে ৩টি চারে ১৬ রান করেন ক্রলি।

তিন নম্বরে নেমে সুবিধা করতে পারেননি জ্যাকব বেথেল। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের শিকার হবার আগে ১০ রান করেন তিনি। এতে ৫৭ রানে ৩ উইকেট হারায় ইংলিশরা। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন রুট ও ব্রুক। 

২৩তম ওভারে ১শ এবং ৪২তম ওভারে দলের রান ২শতে নেন রুট ও ব্রুক। দলের রান দেড়শ পার করে হাফ-সেঞ্চুরি তুলে নেন তারা। রুট ৬৭তম ও ব্রুক ১৫তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। 

৪৫তম ওভার শেষে বৃষ্টি নামলে আগেভাগেই দিনের চা-বিরতি দেওয়া হয়। বৃষ্টি অব্যাহত থাকায় পরবর্তীতে আর খেলা শুরু না হলে নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা। 

৮টি চারে রুট ৭২ এবং ৬টি চার ও ১টি ছক্কায় ব্রুক ৭৮ রানে অপরাজিত আছেন। 

অস্ট্রেলিয়ার স্টার্ক-নেসার ও বোল্যান্ড ১টি করে উইকেট নেন।