শিরোনাম

সিলেট, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনে সিলেটের দুটি মেডিকেল কলেজ হাসপাতালে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বৃহস্পতিবার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মধ্যে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির তথ্য সম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তিনি বিএনপির প্রণীত স্বাস্থ্য ও শিক্ষানীতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষি বিপ্লব বাস্তবায়নে দলের পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করেন।
প্রচারণাকালে এক ইন্টার্ন চিকিৎসকের প্রশ্নের জবাবে ডা. মো. রফিকুল ইসলাম স্বাস্থ্য সুরক্ষা আইন প্রসঙ্গে বলেন, “স্বৈরাচার পতনের পর থেকেই বিএনপি স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের বিষয়ে ধারাবাহিকভাবে কথা বলছে। এ লক্ষ্যে সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে চিকিৎসক, নার্স, সেবাকর্মী, রোগীসহ স্বাস্থ্য খাতের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করা হবে।”
ডা. রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর দেশের জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। আমি সকলকে নিজ নিজ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা করে বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো সুচিন্তিতভাবে বিচার-বিশ্লেষণ করে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাই।”