শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক আজ বলেছেন, অবাধ তথ্যপ্রবাহ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেবিচক-এর উদ্যোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত তথ্য অধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন অন্যতম কার্যকর হাতিয়ার, যা নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনে সক্ষম করে তোলে।
তিনি আরো বলেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রদানের সংস্কৃতি গড়ে তোলা প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জনগণের আস্থা জোরদার করে, যা সবার জন্যই উপকারী।
তিনি আরো বলেন, আইন অনুযায়ী বেবিচক নিজস্ব চ্যানেলের মাধ্যমে প্রকাশযোগ্য তথ্য সরবরাহ করে আসছে, যা কর্তৃপক্ষের প্রতি জনসাধারণের আস্থা বজায় রাখতে সহায়তা করছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ প্রশিক্ষণ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন।