বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৯:০৮

পলোগ্রাউন্ডের মহাসমাবেশে ১৫ লাখ মানুষের সমাগমের লক্ষ্য বিএনপির

চট্টগ্রাম, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দলীয় প্রধানের আগমন উপলক্ষে ২৫ জানুয়ারি চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে ১৫ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রামের বিএনপি নেতারা ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রায় ২১ বছর পর চট্টগ্রামে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ২৫ জানুয়ারি রোববার সকাল ১০টায় পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে এটি তারেক রহমানের প্রথম কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলসহ সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠন যৌথভাবে প্রস্তুতি নিয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে অন্তত ১৫ লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

২০০৫ সালে সর্বশেষ চট্টগ্রাম এসেছিলেন তারেক রহমান। তখন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সমর্থনে লালদীঘি ময়দানে আয়োজিত জনসমাবেশে যোগ দিয়েছিলেন তিনি। প্রায় ২১ বছর পর এবার চট্টগ্রাম আসছেন তিনি।

নগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশের প্রস্তুতি ইতোমধ্যে অনেকটাই শেষ হয়েছে। মাঠটিকে সংস্কারের মাধ্যমে সমাবেশের উপযোগী করা হচ্ছে। একইসঙ্গে মঞ্চ স্থাপনের প্রাথমিক কাজও শুরু হয়েছে।

তিনি জানান, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা ব্যবস্থা, নিরাপত্তা প্রস্তুতি এবং প্রয়োজনীয় অবকাঠামোগত বিষয়ে তদারকি করছেন। এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। পলোগ্রাউন্ডের এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জনগণের শক্তিশালী অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। এ সমাবেশের মাধ্যমে গণতন্ত্রের পক্ষে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, দলের চেয়ারম্যানের চট্টগ্রামের এই কর্মসূচিতে ১৫ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে সার্বিক প্রস্তুতি চলছে। ইতিমধ্যে থানা ও ওয়ার্ড পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা হয়েছে। বিভিন্ন কাজ সুসম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি করে দেওয়া হয়েছে। এই সমাবেশে তারেক রহমান চট্টগ্রামবাসীর জন্য তার পরিকল্পনার কথা জানাবেন। 

চট্টগ্রামবাসীও তাকে একনজর দেখা ও তার বক্তব্য শোনার জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি জানান, সমাবেশের আগের দিন ২৪ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিমানে চট্টগ্রাম আসবেন।
 
ওইদিন রাতে চট্টগ্রামের একটা হোটেলে অবস্থান করবেন। পরদিন সকাল ১০টায় পলোগ্রাউন্ডের সমাবেশ শেষে সীতাকুণ্ড-মীরসরাই, নোয়াখালী, ফেনী হয়ে তিনি ঢাকা ফিরে যাবেন।
 
২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ সমাবেশ করেছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।