বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১৪:১০

লক্ষ্মীপুরে প্রার্থীদের প্রচারণা শুরু

লক্ষ্মীপুরে প্রার্থীদের প্রচারণা শুরু । ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার চারটি সংসদীয় আসনের ২৯ প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। 

আজ বৃহস্পতিবার দুপুরে সদর আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন। একই আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিম সদর উপজেলার কুশাখালী এলাকা  থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা শুরু করেন।উৎসবমুখর পরিবেশে অন্য তিনটি আসনেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৩৪ হাজার ৬০৫ জন। এখানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদর আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,দীর্ঘদিন ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার ভোটাররা তাদের প্রছন্দের প্রার্থীকে ভোট দিতে আগ্রহ রয়েছে অনেক বেশি। অতীতের মতো এবারও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জনগনের জন্য কাজ করবো।

একই আসনের জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম বলেন, সুষ্ঠভোট নিয়ে এখনও শংকা কাটেনি। অনেক জায়গায় জামায়াতের নেতাকর্মীর ওপর হামলার ঘটনা অব্যাহত রয়েছে। তারপরও মানুষ চাঁদাবাজ, সন্ত্রাসী, জমিদখলকারীদের লাল কার্ড দেখাবে। মানুষ ভালো প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।