বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১২:৪৬

নরসিংদীতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা

জেলায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা । ছবি: বাসস

\ জাহিদুল ইসলাম \

নরসিংদী, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান  আজ বৃহস্পতিবার পবিত্র ৩৬০ আউলিয়ার নগরী সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন।

এরপর তিনি নরসিংদীতে এক জনসভায় যোগ দেবেন। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ও উদ্দীপনা বিরাজ করছে।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করবেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

দলীয় সূত্র জানায়, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। এই জিয়ারতের মধ্য দিয়েই তারেক রহমানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
পরবর্তীতে তিনি সিলেট শহর অতিক্রম করে সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলায় পর্যায়ক্রমে পথসভায় বক্তব্য রাখবেন।

এদিকে তারেক রহমানের নরসিংদী সফরকে কেন্দ্র করে শহরের বাসাইল পৌর পার্ক সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বিশাল মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মাইকিং ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফ-এর একটি দল এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল মঙ্গলবার মঞ্চস্থল পরিদর্শন করেছেন।

এ ছাড়া একেএম গোলাম কবির কামালকে আহ্বায়ক এবং মহসিন হোসেন বিদ্যুৎকে সদস্য সচিব করে ১৪ সদস্যবিশিষ্ট মঞ্চ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আব্দুর রউফ ফকির রনিকে আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান নাহিদকে সদস্য সচিব করে ১৩ সদস্যবিশিষ্ট মঞ্চ শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। সভা সফল করতে আরও একাধিক উপকমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে দায়িত্ব পালন করছেন।

অপরদিকে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীর নেতৃত্বে দলের নেতৃবৃন্দ দফায় দফায় সভামঞ্চ পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি তদারকি করছেন।

জেলা বিএনপির নেতারা তারেক রহমানের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম নরসিংদী জনসভা, যেখানে তিনি দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা জনসমক্ষে তুলে ধরবেন।

জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘ বেগম খালেদা জিয়ার পর তারেক রহমানের এটাই প্রথম নরসিংদী সফর। সফরটি সফল করতে আমরা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করেছি। শহর ও গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আশা করছি, এই জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে’।