শিরোনাম

খুলনা, ২২ জানুয়ারি ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে খুলনা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি প্রতিনিধি দল খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবে তারা নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ সাংবাদিক নেতৃবৃন্দ তাদর স্বাগত জানান।
ইইউ প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট ভয়েনা ম্যাডেলিনা, মিডিয়া অ্যানালিস্ট এ্যাগনেস ডোকা, লিয়াজোঁ, অফিসার গেরট বিন্ডার, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক এলিনা সিমোনা ও রিকার্ডো রামোস্কা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা এবং ক্লাবের সিনিয়র সদস্য মো. এরশাদ আলী।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।