বাসস
  ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৯
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:২৬

সিলেটে শ্বশুরবাড়িতে তারেক রহমান : হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা

সিলেট, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুরে শ্বশুরবাড়ি ‘রাহাত মঞ্জিল’-এ পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে বরণ করতে বিরাইমপুরে আগে থেকেই ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রিয় নেতা ও এলাকার ‘জামাই’কে কাছে পেয়ে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয় শ্বশুরবাড়ি এলাকা। ভিড় ঠেলে বাড়িতে প্রবেশের সময় স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন তারা।

দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন ঘিরে জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি নেয়। আগত প্রায় ১২ হাজার নেতাকর্মীর আপ্যায়নের জন্য রান্না করা হয় ৪৩ হাঁড়ি খাবার। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তারেক রহমান। 

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী জানান, দলীয় চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে সিলেটের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনী জনসভা ও পরবর্তী কর্মসূচি সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এরপর ঢাকা ফেরার পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।