বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ২২:৩৬

রাজধানীতে রিভলবারসহ একজন গ্রেফতার 

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর বানানী এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- আব্দুস সামাদ (২৫)। আজ বুধবার দুপুরে বনানী থানার কড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।