শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিয়ের ফাঁদে ফেলে আমেরিকা প্রবাসী এক নারীকে ব্ল্যাকমেইলিং এবং তার ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সালাউদ্দিন (২৯)। তার বাবার নাম মো. সেলিম। আত্মগোপনে থাকা অবস্থায় তাকে মঙ্গলবার চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে গ্রেফতার করে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম।
এতে আরও বলা হয়, অভিযুক্ত সালাউদ্দিন (২৯) ফেসবুক ম্যারেজ মিডিয়া পেজ ‘বিসিসিবি মেট্রিমোনিয়াল হেভেনলি ম্যাচ’ এর মাধ্যমে একজন আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হন। তিনি নিজেকে ‘নাদিম আহমেদ সুমন’ নামধারণ করে কানাডা প্রবাসী ও বিপত্নীক হিসেবে পরিচয় দেন। ভুক্তভোগী বিশ্বাস অর্জনের জন্য ভিডিও কলে তার মা ও বোন পরিচয়ে আরও দুইজনকে পরিচয় করিয়ে দেন।
পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ সম্পন্ন হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় যাওয়ার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকেন। এক পর্যায়ে ভিডিও কলে কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন।
ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তিনি ভুক্তভোগীর কাছ থেকে বিভিন্ন ব্যাংক একাউন্ট এবং বিকাশের মাধ্যমে আনুমানিক ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (যার বর্তমান বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৭৫ হাজার টাকা) আত্মসাৎ করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযুক্ত সালাউদ্দিনের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৮০ থেকে ৮৫ জন ভুক্তভোগীর সাথে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে।