বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ২১:২২

ইনোভেশন ফেয়ার উপলক্ষে অংশীজন মতবিনিময় সভা 

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আয়োজন উপলক্ষে বিভিন্ন অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হবে। 

আজ বুধবার ঢাকার নভোথিয়েটারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশি ও বিদেশি উদ্ভাবক ও উদ্দ্যেক্তা,  শিক্ষার্থী, বিনিয়োগকারী, একাডেমিশিয়ান ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে সৃষ্ট উদ্ভাবনগুলোর বাণিজ্যিকীকরণের লক্ষ্যে শিল্প ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করবে এই ইনোভেশন ফেয়ার। এটি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং উদ্ভাবনকে বাজারভিত্তিক করতে সহায়তা করবে।

উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন মতামত তুলে ধরা হয় এবং তারা জাতীয় পর্যায়ে উদ্ভাবন ছড়িয়ে দিতে মন্ত্রণালয়ের নিয়মিত সহায়তা কামনা করেন।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, নভোথিয়েটার এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।