বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

তারেক রহমানের সঙ্গে সাত রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎ

ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিসহ সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে আলাদা আলাদাভাবে এসব দলের নেতারা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, আমজনতা পার্টির সভাপতি মিয়া মসিউজ্জামান, ন্যাপ (ভাসানী) সভাপতি আজহারুল ইসলাম, জনঅধিকার পার্টির নেতা ইসমাইল হোসেন সম্রাট এবং নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান একেএম আশরাফুল হক।

এছাড়া গণফোরামের নেতা সুব্রত চৌধুরী এবং গণতান্ত্রিক বাম ঐক্যের নেতা হারুন চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।