শিরোনাম

মানিকগঞ্জ, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।
আজ বুধবার সকালে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্র।
সূত্রটি জানায়, ঘন কুয়াশায় নদীর তলদেশ দৃশ্যমান না হওয়ায় আজ বুধবার ভোর আড়াইটা থেকে পদ্মার পাটুরিয়া-দৌলতদিয়া নদীপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এই সময়ের মধ্যে তিনটি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ভাইগার এবং খান জাহান আলী পাটুরিয়া ঘাটে আটকা পড়ে এবং ছয়টি ফেরি ভাষা শহীদ বরকত, কুমিল্লা, শাহ এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, শাহ পরাণ এবং হাসনা হেনা দৌলতদিয়া ঘাটে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, ঘন কুয়াশার জন্য ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। স্থগিতাদেশের সময় সমস্ত ফেরি পাটুরিয়া এবং দৌলতদিয়া উভয় ঘাটেই নোঙর করে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, ঘন কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।