বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১১:০৮

ফতুল্লা থানা বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুর বহিষ্কার আদেশ প্রত্যাহার

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে তার আবেদনের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে আজ বুধবার এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।