বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ০০:৩০

চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দর তালিকা থেকে নিরাপদ বন্দরে পরিণত হয়েছে : কোস্ট গার্ড

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কোস্ট গার্ড পূর্ব জোনের নিরলস প্রচেষ্টায় বর্তমানে চট্টগ্রাম বন্দর ঝুঁকিপূর্ণ বন্দর তালিকা থেকে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়েছে। দেশের পূর্বাঞ্চলের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল এবং সেন্টমার্টিনের সার্বিক নিরাপত্তায় অসামান্য অবদান রেখে চলছে কোস্ট গার্ড পূর্ব জোন।

আজ মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ জাহাজ এবং উচ্চ গতি সম্পন্ন বোটের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে টহল, নজরদারি ও জরুরী পরিস্থিতি মোকাবেলায় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে আসছে। 

গত ১ জানুয়ারি ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ডাকাত ও সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ৯৯ টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১৩৯ টি দেশীয় অস্ত্র, ৪ হাজার ৩১০ রাউন্ড তাজা গোলা, ১২৯ রাউন্ড ফাঁকা গোলাসহ ১১০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়েছে।

একইসাথে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় দুইশত কোটি টাকা মূল্যের ৩৫ লাখ ৯২৪ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির কাচা পাউডার, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ২১২ বোতল বিদেশী মদ, ১হাজার ১৪৩ ক্যান বিয়ার, ২২৭ বোতল হুইস্কি, ৭১ বোতল ভোদকা, ৩২ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৪৭৭ লিটার বাংলা মদ, ২৫ হাজার লিটার বাংলা মদ তৈরির উপকরণ, ২০ লিটার টুইন ভ্যালি অলিভ অয়েল, ৮০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ১৪০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এছাড়াও সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ড পূর্ব জোন বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার কেজি জাটকা, ২২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে। এছাড়াও, সরকার নির্ধারিত মা ইলিশের প্রজনন মৌসুমে কোস্ট গার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। মৎস্য সম্পদ রক্ষায় প্রতিটি কোস্ট গার্ড সদস্যের প্রচেষ্টা এবং দায়িত্ববোধের ফলাফল হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড রৌপ্য পদক-২০২৫ অর্জন করেছে।

বহিঃনোঙ্গর হতে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশের অভ্যন্তরে পাচারকালে আনুমানিক ২ কোটি টাকা সমমূল্যের ১৩ মেট্রিক টন জ্বালানি তেল, ১২.৯ মেট্রিক টন ভোজ্য তেল, ৩.১ মেট্রিক টন অকটেন, ১ হাজার ৬৬ লিটার পেইন্ট এবং থাইল্যান্ডে প্রস্তুতকৃত বিক্রয় নিষিদ্ধ ১০ হাজার কেজি থাই সাদা চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। একইসাথে অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের ৪৬৭.৮৬ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৬৪৬ বস্তা সিমেন্ট, ৩ হাজার ২৩১ বস্তা ইউরিয়া সার, ১২ হাজার ৬১০ প্যাকেট সিগারেটসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী জব্দ করা হয়েছে।