শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) মিশনের বাংলাদেশের কনসুলেট জেনারেল প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ পেলেন কর্মকর্তা মো. জিয়াউল হক মীর।
আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে তার নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২৫ জানুয়ারি অপরাহ্ণ হতে মন্ত্রণালয় থেকে নির্দেশক্রমে অবমুক্ত করা হলো।
আগামী ২৫ জানুয়ারি তার নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।