বাসস
  ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৪০

সাংবাদিকদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে : এম আবদুল্লাহ

ছবি: বাসস

চট্টগ্রাম, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে’র সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। 

দেশব্যাপী সাংবাদিকদের ডেটাবেজ তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হয় এবং অপ-সাংবাদিকতা বিলুপ্ত হয়।

আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ। এসময় অসচ্ছল, চিকিৎসা সহায়তা ও মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারসহ ১৫ জনের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেন, অপ্রতুল আর্থিক বরাদ্দসহ নানাবিধ চ্যালেঞ্জ সত্ত্বেও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে বহুমুখী কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ট্রাস্ট। পেশাদার সাংবাদিকদের একটি ডেটা ব্যাংক গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। এতে নতুন নতুন কল্যাণ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তিনি বলেন, বিপন্ন, অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে থাকবে ট্রাস্ট। স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না। ট্রাস্টের সহায়তা প্রকৃতভাবে যারা প্রাপ্য, তারাই পাবেন।

সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএমইউজে’র সাবেক সভাপতি শামসুল হক হায়দরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক আমার দেশ-এর ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস প্রমুখ।