শিরোনাম

জয়পুরহাট, ২৮ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান।
এ কর্মসূচীতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। রিসোর্স পার্সন ছিলেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল।
প্রশিক্ষণে নির্বাচনকালীন প্রতিবেদন তৈরির খুঁটিনাটি বিষয়, সমসাময়িক প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জ ও সেগুলো মোকাবিলার বিভিন্ন কৌশল এবং নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। এছাড়া নির্বাচনের সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার উপর গুরুত্ব তুলে ধরা হয়।
এ প্রশিক্ষনে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।