বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৭:৪৬

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন সংক্রান্ত জরুরি নির্দেশনা

ফাইল ছবি

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পলাশপুর (শনির আখড়া) এলাকার দনিয়া টিবিএস থেকে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএস গামী উচ্চচাপ বিশিষ্ট ১৬"ঢ১৫০ পিএসআইজি মেইন লাইন থেকে অবৈধভাবে ২" লাইনের মাধ্যমে সংযোগ নিয়ে অবৈধভাবে আবাসিক স্থাপনায় গ্যাস ব্যবহার করছে।

এই অবৈধ লাইনটি উচ্চচাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে গ্রহণ করায় যে কোনো মুহূর্তে বিস্ফোরণসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র আওতাধীন ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকায়  সম্প্রতি অভিযান পরিচালনাকালে দেখা যায় দনিয়া টিবিএস হতে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএস গামী উচ্চচাপ বিশিষ্ট ১৬"ঢ১৫০ পিএসআইজি মেইন লাইন থেকে অবৈধভাবে ২" লাইনের মাধ্যমে সংযোগ নিয়ে এলাকাবাসী অবৈধভাবে আবাসিক স্থাপনায় গ্যাস ব্যবহার করছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই বিশেষ অভিযানে অবৈধ বিতরণ লাইন উত্তোলনকালে কিছু উশৃঙ্খল লোকজন জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং অবৈধ লাইন উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে।

এ সময় তারা উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর উপর হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ তিতাস গ্যাস কোম্পানির একজন উর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ভাংচুর করে মানিব্যাগ ছিনিয়ে নেয়।

পরবর্তীতে তারা উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইন থেকে অবৈধভাবে ব্যবহৃত লাইন উচ্ছেদ ব্যতিরেকে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

এরূপ পরিস্থিতিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত উচ্চচাপ বিশিষ্ট ১৬"ঢ ১৫০ পিএসআইজি বিতরণ লাইন থেকে সংযোগকৃত ২" অবৈধ লাইন থেকে গ্যাস সংযোগ না নেওয়ার জন্য ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকাবাসীকে অনুরোধ করা হলো।

উক্ত উচ্চচাপ বিশিষ্ট অবৈধ লাইন হতে গ্যাস সংযোগ গ্রহণের জন্য কোনো দুর্ঘটনা বা জানমালের ক্ষতি হলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না।

উক্ত উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইনসহ সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট এলাকার জনগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা কামনা করা হলো।