বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের একাধিক নেতার বহিষ্কার, অব্যাহতি ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার, অব্যাহতি ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

আজ সোমবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক আলী মর্তুজা খান, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শফিউল আজম মৈশান রিপন, চট্টগ্রাম মহানগর অধীন চকবাজার থানা শাখার সাবেক সদস্য সচিব মো. শহীদুল ইসলাম শহিদ, কোতোয়ালী থানা শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সালেহ আবিদ এবং গাজীপুর মহানগর অধীন বাসন থানা শাখার নেতা মো. লুৎফর রহমানের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া ফরিদপুর মহানগর শাখার সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মো. মিঠুন সরকার মিঠু, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. শিবলুর রহমান, গাজীপুর মহানগরের বাসন থানা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল ইসলাম বাবু ও যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন সবুজসহ মোট ১২ জন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

পুনর্বহাল হওয়া অন্য নেতারা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান মামুন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা শাখার সদস্য সচিব মো. খায়রুল ইসলাম আইয়ুব, কুমিল্লা উত্তর জেলার মুরাদনগর উপজেলা শাখার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন মোল্লা, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন মোফা, পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর শাখার সদস্য সচিব মো. রাসেল হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাপ্পি ও কুমিল্লা উত্তর জেলার চান্দিনা উপজেলা শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন।

এদিকে বরিশাল জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম জনির অব্যাহতি প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। পাশাপাশি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলামের পদ স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকবে না।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।