শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৪৯০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিকের রমনা বিভাগে ১২০ টি, লালবাগ বিভাগে ১৩০ টি, মতিঝিল বিভাগে ২২৬ টি, ওয়ারী বিভাগে ৭১৫ টি, তেজগাঁও বিভাগে ১৯৩ টি, মিরপুর বিভাগে ৬৭০ টি, উত্তরা বিভাগে ২৩৪ টি, গুলশান বিভাগে ২০২ টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৩১৮ টি গাড়ি ডাম্পিং ও ১৭২ টি গাড়ি রেকার করা হয়।
আজ ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।