বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৬

ডিএনসিসির বাড়িভাড়া নির্দেশিকা প্রকাশ আগামীকাল

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের অধিকার ও স্বার্থ রক্ষায় একটি নতুন ‘বাড়িভাড়া নির্দেশিকা’ প্রস্তুত করা হয়েছে। 

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১-এর আলোকে প্রস্তুতকৃত এই নির্দেশিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডিএনসিসি। 

আজ সোমবার ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন এ তথ্য জানান। 

তিনি জানায়, আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগর ভবনের লেভেল-৬ এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সংবাদ সম্মেলনে নির্দেশিকাটি উপস্থাপন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এসময় নির্দেশিকার বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরা হবে।