শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া টবি ক্যাডম্যানের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
এই পদে তার এক বছরের চুক্তির মেয়াদ গত নভেম্বরে শেষ হয়েছে এবং চুক্তি আর নবায়ন করা হয়নি বলে আজ বাসসকে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে ২০২৪ সালের নভেম্বরে নিয়োগ দেওয়া হয়।