শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করার অভিযোগে জাতীয় পার্টির সাবেক মহাসচিব মো. মশিউর রহমান রাঙ্গা এবং সাবেক এমপি পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
একইসাথে অনুসন্ধানের ধারাবাহিকতায় মো. মশিউর রহমান রাঙ্গার সম্পদের যাচাই-বাছাইয়ের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় তার নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।
দুদক প্রধান কার্যালয়ে আজ এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, আসমি মো. মশিউর রহমান রাঙ্গা পাবলিক সার্ভেন্ট হিসেবে সংসদ সদস্য, জাতীয় পার্টির মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য পদে বহাল থাকাকালে এবং কোনো বৈধ ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের কাছ থেকে মোট ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। এই অর্থ বিভিন্ন সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও নগদ লেনদেনের মাধ্যমে আদান-প্রদান করা হয়।
অনুসন্ধানকালে পর্যালোচিত ব্যাংক রেকর্ডে দেখা যায়, পনির উদ্দিন আহমেদ তার মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি ও হক স্পেশাল (পরিবহন ব্যবসা) এর ব্যাংক হিসাব থেকে ২০১৮ সালের অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সোনালী ব্যাংকের মাধ্যমে মো. মশিউর রহমান রাঙ্গার নামে পরিচালিত একাধিক হিসাবে মোট ১ কোটি ৭০ লাখ টাকা জমা ও স্থানান্তর করেন। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে নগদে জমা করা হয়।
দুদক বলছে, এসব কার্যক্রমের মাধ্যমে আসামিরা দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।