শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের নামে থাকা স্থাপনা ও ফ্ল্যাট দেখভালে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। রিসিভার নিয়োগের সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে শেখ আব্দুল হান্নানের নামে থাকা ঢাকার বাড্ডায় দুইটি ফ্ল্যাট, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭.৮৪ শতক জমি ও তার উপর স্থাপনা এবং ঢাকার পল্লবীতে ৩২০ বর্গফুট জমির উপর স্থাপনা। তাহমিদা বেগমের নামে থাকা ঢাকার পল্লবীতে একটি ফ্ল্যাট।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে। তদন্তে, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকালে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত ক্রোক করণের আদেশ প্রদান করা হয়। উক্ত আদেশের তফসিলে জমি ও তার উপরিস্থিত স্থাপনা ও ফ্ল্যাটসহ অন্যান্য সম্পদের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষাণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।