বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৬:০১

এআই দিয়ে বিভ্রান্তিমূলক প্রচারণা ভয়ঙ্কর আকার ধারণ করছে : গণসংহতি আন্দোলন

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার তৎপরতা ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন-জিএসএ। 
এ ধরনের অপতৎপরতা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য বড় ধরনের হুমকি উল্লেখ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

আজ সোমবার গণসংহতি আন্দোলন- জিএসএর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল হাসান রুবেল এবং সদস্য সচিব দেওয়ান আব্দুর রশিদ নীলু এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া খবর, গুজব ও অপতথ্য ছড়াতে এআই ব্যবহার করা হচ্ছে। জেনারেটিভ এআই দিয়ে তৈরি প্রায় বাস্তবসম্মত ভিডিও ও ছবি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট দলের পক্ষে একই ধরনের বক্তব্য ছড়াতে এ কাজে অসংখ্য বট ও ভুয়া আইডি ব্যবহৃত হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, এআইয়ের অপব্যবহার বন্ধে নির্বাচন কমিশনের বক্তব্য একাধিকবার শোনা গেলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো চোখে পড়ছে না। নির্বাচনের আর অল্প কিছু দিন বাকি থাকলেও এ বিষয়ে নির্বাচন কমিশনের উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, যেসব দল ও প্রার্থীর পক্ষ থেকে ব্যাপকভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে, তাদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সামাজিক মাধ্যমে এআইয়ের অপব্যবহার রোধে নির্বাচন কমিশনকে অবিলম্বে সক্রিয় ভূমিকা নিতে হবে।

এ জন্য সারা দেশ থেকে মানুষ যেন যেকোনো সন্দেহজনক কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে এবং সেই অভিযোগ দ্রুততম সময়ে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া যায়- এমন কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।