শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৪৬৩ শতাংশ জমি ও উপরিস্থিত স্থাপনা দেখাশুনার জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এসব জমিতে স্থাপনা ও ফ্ল্যাট রয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাতের মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ করেছেন।
অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই স্থাবর সম্পত্তিসমূহ ক্রোক করার জন্য দুদকের আবেদনের সম্পত্তিগুলো ক্রোকের আদেশ প্রদান করেন আদালত। ওই আদেশের তফসিল মোতাবেক এসব জমি ও তার উপরিস্থিত স্থাপনা এবং ফ্ল্যাটসহ সম্পদের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষাণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।