বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮

সাবেক এমপি মুকুল ও কিরণসহ ৪ জনের আয়কর নথি জব্দ

ভোলা-০২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ । কোলাজ ছবি : বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভোলা-০২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল ও নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণসহ চার জনের জনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ সোমবার  ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

যে চার জনের নথিপত্র জব্দের আদেশ দেওয়া হয়েছে, তাদের অপর দুই জন হলেন— নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের স্ত্রী জেসমিন আক্তার ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি সফিউল্লাহ আল মনির।

ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে আরও বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির শুরু হতে ২০২৫-২০২৬ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।