বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

রুমিন ফারহানাকে রিটার্নিং অফিসারের নোটিশ

ব্যারিস্টার রুমিন ফারহানা। ফাইল ছবি

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ এবং হমকি প্রদর্শনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এ নোটিশ দেয়া হয়।

নির্বাচনী এলাকা-২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলাধীন চান্দুরা ও বুধণ্ডী ইউনিয়ন) ব্রাহ্মণবাড়িয়ার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেয়া নোটিশে বলা হয়েছে, ‘এতদ্বারা আপনাকে জানানো যাচ্ছে যে, গত ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪-৫ টার দিকে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলামপুর নামক স্থানে ৪০০-৫০০ জন লোকের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন এবং বৃহৎ স্টেজ নির্মাণ করে মাইক দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে এ সমাবেশ বন্ধ করার নির্দেশ দিলে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে ঔদ্ধত্যপূর্ণ এবং অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন রকম হমকি প্রদর্শন করেন।

ঘটনার এক পর্যায়ে আপনি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন ‘আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।’ এসময় আপনার অন্যান্য কর্মী সমর্থকরাও মারমুখী আচরণ করে।

এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাঁধা এবং কর্তব্যরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হমকি প্রদান করেন যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। ঘটনাটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায়, বর্ণিত ঘটনাসমূহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করায় আপনাকে আগামী ২২ জানুয়ারি তারিখ বৃহস্পতিবার বেলা ১১ টায় বা তদপূর্বে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায় আপনার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা ও উপ-মহাপুলিশ পরিদর্শক, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রামকে নোটিশের অনুুলিপি দেওয়া হয়েছে।