শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): হয়রানি ও অনিয়মের তিনটি পৃথক অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম অভিযানে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে দুদক, গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে হাসপাতালের সামগ্রিক পরিবেশ অত্যন্ত নোংরা বলে প্রতীয়মান হয়। এ সময় বেশ কয়েকজন রোগী এনফোর্সমেন্ট টিমকে জানান, তাদের যথাযথভাবে খাবার সরবরাহ করা হয় না।
এছাড়া জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে অভিযোগসমূহের সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
দ্বিতীয় অভিযানে জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা কর্তৃক ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ওআরএস এর কাঁচামাল ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সরেজমিনে সংগ্রহ করা হয়।
তৃতীয় অভিযানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জাল সনদ ব্যবহার করে বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের অভিযোগের প্রেক্ষিতে দুদক, রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অভিযোগসমূহে সংগৃহীত রেকর্ডপত্র প্রাথমিক পর্যালোচনা শেষে তা কমিশনে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।