শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): একদিনে ১৬৩ টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৭৪৫ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ মোট ১৪ লাখ ৮০৫ টাকা ভাড়া আদায় করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ রোববার বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, গতকাল শনিবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০১ জন টিটি ৮০টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৬৩৩ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৯১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪২৫ টাকা। রেলওয়ে পূর্বাঞ্চল সব মিলিয়ে ৬ লাখ ৫৬ হাজার ৩৩৫ টাকা আদায় করেছে।
এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৩ জন টিটি ৮৩ টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ৪ হাজার ১১২ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ৬৬ হাজার ২২৫ টাকা। রেলওয়ে পশ্চিমাঞ্চল সব মিলিয়ে ৭ লাখ ৪৪ হাজার ৪৭০ টাকা আদায় করেছে।