শিরোনাম

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ (বাসস): রাজধানীর হাতিরঝিল ও উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মো. রানা (২৩), জহিরুল হাওলাদার (২৫), মো. সিরাজুল ইসলাম (৫৫), রাজেশ কুমার (৩০), মো. তানভির হাসীব চৌধুরী, মো. ইয়াছিন আরাফাত (১৯) ও মো. সজীব হোসেন (৩০)।
এদিকে, একই দিন বিশেষ অভিযান পরিচালনা করে আটজনকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-জিএম হোসেন আলী (২৫), মো. শফিকুল (২৯), মো. আকাশ ইসলাম (১৯), মো. মামুনুর রশীদ (৩০), মো. আলম (২০), মো. শাওন (১৯), মো. মারুফ (২৫) ও মো. নুর আলম (২০)।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।