বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:০১

হাতপাখা না থাকা আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির প্রার্থীকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : হাতপাখা প্রতীক না থাকা আসনে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি জানান, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শগত বহুমাত্রিক বোঝাপড়ার ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, বাকি ৩২টি আসনের ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনদায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। 

আগামী ২০ জানুয়ারির পর নির্বাচনী প্রচারণা শুরু হলে সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব আসনে হাতপাখা প্রতীক থাকবে না, এমন ৩২টি আসনে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।