বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪০

মা-বোনদের ভোট আমাদের খুবই প্রয়োজন : সালাম

রোববার বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বনানীতে ঢাকা-১৭ আসনের এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। ছবি : বাসস

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘মা-বোনদের ভোট আমাদের খুবই প্রয়োজন।’

ঢাকা-১৭ আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এই নির্বাচনে নারী ভোটই অর্ধেক শক্তি। এই ভোটই নির্ধারণ করবে কে জিতবে আর কে হারবে। তাই মা-বোনদের ভোট আমাদের খুবই প্রয়োজন।’

আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে পেশাজীবী নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারী নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘দেশের স্বার্থে এবং নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের পরিবার, অফিস ও কর্মক্ষেত্র থেকে সময় বের করে বিএনপির পক্ষে মাঠে নামতে হবে। এটা শুধু দলের জন্য নয়, এটা আপনার নিজের অধিকার, নিজের ভবিষ্যতের জন্য।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি ক্ষমতায় না গেলে দেশ আবারো আরো কঠিন সময়ের মুখোমুখি হবে। একটি দুর্বল সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে।’

আবদুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাবে, এটা সবাই জানে। কিন্তু, একটি মহল চায়— যেন বিএনপি সর্বোচ্চ আসন না পায়, যাতে সরকার দুর্বল হয় এবং পরে অস্থিতিশীলতা সৃষ্টি করে তা পতনের চেষ্টা করা যায়।’

তিনি জোর দিয়ে বলেন, ‘ঢাকা-১৭ আসনে দলের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোনো রকমে জিতে গেলেই হবে না। তাকে রেকর্ড সংখ্যক ভোটে জিততে হবে। এই আসনে ম্যাক্সিমাম ভোট নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’

অতীতের নির্যাতন ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুস সালাম বলেন, ‘অনেকে শুধু শহীদ জিয়াউর রহমানের পক্ষে লেখা বা মত প্রকাশের কারণে চাকরি হারিয়েছেন, ব্যবসা নষ্ট হয়েছে। আপনারাই এসবের ভুক্তভোগী। এই নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ই সেই বঞ্চনার জবাব।’

১২৪টি ভোটকেন্দ্রের প্রতিটিতে সাধারণ ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন ১০ থেকে ২০ জন ভোটারের সাথে কথা বললেই বিভ্রান্তি দূর করা সম্ভব।’

উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা আজ সময় দিয়েছেন, আশা করি আগামী কয়েক দিনও দেবেন দেশের জন্য, নিজেদের জন্য।’

এ সময় বিভিন্ন পর্যায়ের পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।