শিরোনাম

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে ‘১১তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এই টুর্নামেন্টের বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘১১ তম শাহ্ সিমেন্ট-একেএস গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর এই সমাপনী অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দেশি-বিদেশি সর্বমোট ৭১৯ জন গলফার বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ছাড়াও কমান্ড্যান্ট, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, টুর্নামেন্টের স্পন্সর আবুল খায়ের গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর, কুর্মিটোলা গলফ ক্লাব ও আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।