বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:০৬

খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও মানুষের প্রতি ভালোবাসা অতুলনীয় : আব্দুল মঈন খান

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘খালেদা জিয়ার বিশাল ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, উদার মানসিকতা ও বাংলাদেশের মানুষের প্রতি তাঁর অপরিসীম ভালোবাসার বর্ণনা দিতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত কথা বললেও শেষ হবে না।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে আমরা বাকরুদ্ধ হয়ে যাই। আমরা শোকাহত হয়ে যাই এবং আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ মিলনায়তনে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ‘আমি তখন বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য শিক্ষক ছিলাম। ১৯৯১ সালের নির্বাচনের সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক রকম জোর করেই আমাকে রাজনীতির অঙ্গনে প্রবেশ করিয়েছেন।’

বেগম খালেদা জিয়া মঈন খানকে তিনবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। 

সেই কথা স্মরণ করে তিনি বলেন, কেউ বলতে পারবে না, সেই তিনটি টার্মের একটি দিনও তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি এই কাজটি করো। 

ড. মঈন খান বলেন, তিনি আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।

তিনি আরও বলেন,  ‘প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে থেকে সর্বোচ্চ পর্যায় থেকে কীভাবে নম্রভাবে কাজ করতে হয়, তা শিখেছি। তিনি প্রতিহিংসার রাজনীতি করতেন না।’

বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করে বিএনপি’র এই নেতা বলেন, খালেদা জিয়া যখন কোনো সিদ্ধান্ত নিতেন, অনেক উপদেষ্টা, মন্ত্রী ও বিজ্ঞ ব্যক্তির পরামর্শ শোনার পর, সর্বশেষে জনগণের কথা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন।

ড. মঈন খান আরও বলেন, ‘তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করেছেন। সেই ধারাটি হচ্ছে মানুষকে ভালোবাসার রাজনীতি, কাউকে ঘৃণা না করার রাজনীতি, কারো প্রতি ক্রোধ প্রকাশ না করার রাজনীতি।’

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ৪৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। 

বিএনপি’র এই নেতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিবাদ করেছেন, কিন্তু আইনের ভিতরে থেকে। তিনি কখনও বেআইনিভাবে প্রতিবাদ করেননি। তিনি আইনের প্রতি তাঁর সম্মান প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, এ কারণেই আমরা তাঁকে বলি যে তিনি রাজনীতির সংজ্ঞার অনেক উপরে ছিলেন, আছেন এবং থাকবেন। 

ড. মঈন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়কের সংজ্ঞায় বর্ণিত হয়েছেন তাঁর চিন্তার মাধ্যমে, তাঁর কাজের মাধ্যমে, তাঁর দক্ষতার মাধ্যমে ও তাঁর মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে।