বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলায় দোয়া মাহফিল । ছবি: বাসস

দিনাজপুর, ১৭ জানুয়ারী, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও পৌর শাখার  আয়োজনে শুক্রবার বাদ মাগরিব কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি, শহর বিএনপি এবং জিয়া মঞ্চের যৌথ আয়োজনে শহরের বালুবাড়ি বিশ্বরোড মির্জা মার্কেট চত্বরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া  মাহফিলে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মোনাজাত পরিচালনা করেন হাফেজী হুজুর মাওলানা মোহাম্মদ রায়হান কবির। অনুষ্ঠানে জিয়া মঞ্চের জেলা শাখার আহবায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৩ সদর আসনের বিএনপি প্রার্থী এবং দিনাজপুরর সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, কৃষকদল জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পাভেল,  পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বাদল দেওয়ান সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিবুর রহমান বিপ্লব, জিয়া মঞ্চ জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহরিয়ার জামান শাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাজু আহমেদ, জেলা  শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, জিয়া মঞ্চ জেলা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ হেলাল উদ্দিন,  হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা সুইট চ্যাটার্জি প্রমুখ।