বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ২৩:৫৭

তারেক রহমানের সিলেট সফর : নির্বাচনী জনসভা সফলে নানা প্রস্তুতি

ছবি : বাসস

সিলেট, ১৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে বিএনপির তৎপরতা জোরালো হচ্ছে। নিয়মিত প্রস্তুতি সভা, প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সিলেট ও সুনামগঞ্জ বিএনপি।

এদিকে, আজ শুক্রবার বিকেলে নির্বাচনী সভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ২২ জানুয়ারি এই মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সভায় বক্তব্য দিবেন তারেক রহমান।

পরিদর্শনকালে বিএনপি নেতারা জনসভার মঞ্চস্থল, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগমের সক্ষমতা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশস্থল পরিদর্শন শেষে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিচ্ছে। এই জনসভায় সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশাবাদী।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, আলিয়া মাদ্রাসার মাঠে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, এই জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। মহানগর বিএনপির প্রতিটি ইউনিট নেতাকর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামানো হয়েছে।

মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, কোহিনূর আহমেদ ও মাহবুবুল হক চৌধুরীসহ অন্যান্য নেতারা।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন।