বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ২০:২৪

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নারায়ণগঞ্জে হাসনাত আবদুল্লাহর গণসংযোগ

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নারায়ণগঞ্জে গণসংযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নারায়ণগঞ্জে গণসংযোগ করেছেন জাতীয় নাগরক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। 

এ সময় তিনি বলেন, ‘আপনারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকবেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী আল আমিনের পক্ষেও ভোট চান তিনি। 

হাসনাত আবদুল্লাহ বলেন, আল আমিন রনি আপনাদের সন্তান। সন্তানকে সফল করার দায়িত্ব আপনাদের। তারুণ্যের প্রথম ভোট ‘হ্যাঁ’ এর পক্ষে হোক।’

শহীদ আদিলের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আজ শুক্রবার বিকেলে ফতুল্লায় সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এমন রাষ্ট্র আমরা চাই না, যেখানে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যায়। নাগরিক মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।

এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরাও অংশ নেন।