শিরোনাম

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নেতৃবৃন্দ নওয়াব স্যার সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছেন।
আজ শুক্রবার সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন। আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন ইরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মুসলমানদের শিক্ষা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী নওয়াব স্যার সলিমুল্লাহ আজ নানা মহলে উপেক্ষিত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর ঐতিহাসিক অবদান বিবেচনায় নিয়ে তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। সংগঠন আশাবাদ ব্যক্ত করেছে যে, আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত বিজয়ী সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
কবর জিয়ারত ও ফাতিহা পাঠ অনুষ্ঠানে প্রধান সংগঠক নাঈম আহমাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম ও আহছান উল্লাহ, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ নাসের ও সাইফুল্লাহ আল গালিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং গণসংযোগ ও প্রচার বিভাগের সদস্য ইমরান হোসাইন রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নওয়াব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরদিন ১৭ জানুয়ারি সামরিক প্রহরায় তাঁকে ঢাকার বেগম বাজারে দাফন করা হয়।