বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

১১ দলীয় সমঝোতায় নেই ইসলামী আন্দোলন 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন। ছবি: বাসস

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইসলামের মৌলিক নীতির প্রশ্ন এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে ইতোমধ্যে ইসলামী আন্দোলন যে ২৬৮টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছে, সেসব আসনে এককভাবে নির্বাচন করবে তারা। পাশাপাশি অবশিষ্ট ৩২টি আসনে আদর্শিক বিবেচনায় উপযুক্ত প্রার্থীকে সমর্থন জানানো হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

তিনি বলেন, শরীয়াহ আইনে দেশ পরিচালনার প্রশ্নে জামায়াতে ইসলামের আমীরের বক্তব্য অস্পষ্ট ও উদ্বেগজনক। জামায়াতের আমীর ক্ষমতায় গেলে প্রচলিত আইনেই দেশ পরিচালনার কথা বলেছেন। অথচ দেশের বিদ্যমান দুর্দশার মূল কারণই বর্তমান আইন ব্যবস্থা। সেই আইন পরিবর্তনের লক্ষ্য নিয়েই ইসলামী আন্দোলনের রাজনীতি। 

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন নীতির রাজনীতি করে। তাই রাজনীতির মৌলিক প্রশ্নে ভিন্নমত তৈরি হলে সমঝোতায় থাকার কোনো সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করে বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন এবং খালেদা জিয়ার গড়া ঐক্যের পাটাতনের ওপর কাজ করার বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় সৃষ্টি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন-জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়ে দেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি গ্রহণ করেছিল। কিন্তু জামায়াতের নেতৃত্বে যে সমঝোতা গড়ে উঠেছে, তা আর ইসলামের পক্ষে স্পষ্ট কোনো অবস্থান বহন করছে না এবং এর রাজনৈতিক লক্ষ্যও পরিষ্কার নয়। এসব কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সমঝোতা থেকে সরে এসেছে।