বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক 

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 

আজ শুক্রবার এক শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই শোক প্রকাশ করেন। তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘আজ সকালে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী-শিশুসহ মোট ছয়জন মারা যান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। আমরা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছি।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’