বাসস
  ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:১১

প্রশিক্ষণের মাধ্যমেই দলকে শক্তিশালী করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: মিনু

ছবি : বাসস

রাজশাহী, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নেতাকর্মীদের যোগ্য করে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর সাহেব বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানগর ছাত্রদল আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, তিনি (জিয়াউর রহমান) দেশের মানুষকে খুব ভালোবাসতেন। সারাজীবন জনগণের জীবনমান উন্নয়নে কাজ করেছেন। 

মিজানুর রহমান মিনু আরও বলেন, এই সুন্দর প্রশিক্ষণ দেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে গেল। তিনি দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। আজকে যে প্রশিক্ষণ হলো তা সারাদেশেই করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু অর্জন করেছে প্রশিক্ষণার্থীরা। 

তিনি আরও বলেন, বিগত আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ফ্যাসিস্ট সরকারের শত নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। তিনি ও দেশের মানুষকে খুবই ভালোবাসতেন। আমাদের সেই মহান নেত্রী চির বিদায় নিয়েছেন। তিনি এদেশের মানুষের অন্তরে থেকে যাবেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। 

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত এবং মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন।

অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।